ব্লগ আর্কাইভস

আল্লাহর পথে খরচ করার ফজিলত ।

আল্লাহর পথে খরচ করার ফাদ্বীলাত :

মুহাদ্দিস রবিউল বাশার দান করার ফজিলত

(১)আল্লাহর পথে এক খরচ করলে সাতশতগুন

সাওয়াব পাওয়া যাবে। আল্লাহ বলেন,

ﻣﺜﻞ ﺍﻟﺬﻳﻦ ﻳﻨﻔﻘﻮﻥ ﺍﻣﻮﺍﻟﻬﻢ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ ﻛﻤﺜﻞ ﺣﺒﺔ

ﺍﻧﺒﺘﺖ ﺳﺒﻊ ﺳﻨﺎﺑﻞ ﻓﻲ ﻛﻞ ﺳﻨﺒﻠﺔ ﻣﺌﺎﺓ ﺣﺒﺔ ﻭﺍﻟﻠﻪ

ﻳﻀﺎﻋﻒ ﻟﻤﻦ ﻳﺸﺎﺀ ﻭﺍﻟﻠﻪ ﻭﺍﺳﻊ ﻋﻠﻴﻢ، ﺳﻮﺭﺓ ﺍﻟﺒﻘﺮﺓ، ٢٦١

(২)আল্লাহর পথে দান করা যন্ত্রনাদায়ক শাস্তি

থেকে মুক্তির উপায়। আল্লাহ বলেন,

ﻫﻞ ﺍﺩﻟﻜﻢ ﻋﻠﻲ ﺗﺠﺎﺭﺓ ﺗﻨﺠﻴﻜﻢ ﻣﻦ ﻋﺬﺍﺏ ﺍﻟﻴﻢ 0 ﺗﻮﻣﻨﻮﻥ

ﺑﺎﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ ﻭﺗﺠﺎﻫﺪﻭﻥ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ ﺑﺎﻣﻮﺍﻟﻜﻢ

ﻭﺍﻧﻔﺴﻜﻢ ﺫﺍﻟﻜﻢ ﺧﻴﺮﻟﻜﻢ ﺍﻧﺘﻢ ﺗﻌﻠﻤﻮﻥ0 ﺳﻮﺭﺓ ﺍﻟﺼﻒ،

١١،١٢

(৩)মুমিন তো নিজের জান ও মাল বিক্রি করে

দিয়েছে আল্লাহর পথে ব্যয় করার জন্য। আল্লাহ

বলেন,

ﺍﻥ ﺍﻟﻠﻪ ﺍﺷﺘﺮﻱ ﻣﻦ ﺍﻟﻤﻮﻣﻨﻴﻦ ﺍﻧﻔﺴﻬﻢ ﻭﺍﻣﻮﺍﻟﻬﻢ ﺑﺎﻥ ﻟﻬﻢ

ﺍﻟﺠﻨﺔ،ﺳﻮﺭﺓ ﺍﻟﺘﻮﺑﺔ، ١١١

(৪)আল্লাহর পথে দান করা অর্থ আল্লাহ সে

সম্পদকে আল্লাহ ঋন হিসাবে গ্রহন করেন,

আল্লাহ তা কয়েকগুন বেশী ফেরৎ দেবেন।

আল্লাহ বলেন,

ﻣﻦ ﺫﺍﻟﺬﻱ ﻳﻘﺮﺽ ﺍﻟﻠﻪ ﻗﺮﺿﺎ ﺣﺴﻨﺎ ﻓﻴﻀﺎﻋﻔﻪ ﻟﻪ ﻭﻟﻪ

ﺍﺟﺮﻛﺮﻳﻢ ،ﺳﻮﺭﺓ ﺍﻟﺤﺪﻳﺪ، ١١

(৫) বিজয়ের পুর্বে দান করা আর বিজয়ের পরের

দান করার মধ্যে মার্যাদার অনেক পার্থক্য আছে।

বিজয়ের পুর্বে দানের মার্যাদা অনেক বেশী।

আল্লাহ বলেন,

ﻻﻳﺴﺘﻮﻱ ﻣﻨﻜﻢ ﻣﻦ ﺍﻧﻔﻖ ﻣﻦ ﻗﺒﻞ ﺍﻟﻔﺘﺢ ﻭﻗﺎﺗﻞ ﺍﻭﻟﺌﻚ

ﺍﻋﻈﻢ ﺩﺭﺟﺔ ﻣﻦ ﺍﻟﺬﻳﻦ ﺍﻧﻔﻘﻮﺍ ﻣﻦ ﺑﻌﺪ ﻭﻗﺎﺗﻠﻮﺍ ﻭﻛﻼﻭﻋﺪ

ﺍﻟﻠﻪ ﺍﻟﺤﺴﻨﻲ، ﺳﻮﺭﺓﺍﻟﺤﺪﻳﺪ، ١٠

(৬)আল্লাহ মুমিনদের তার পথে দান করার দাওয়াত

দিচ্ছেন। কৃপনতায় আল্লাহর ক্ষতি হবে না। তারই

ক্ষতি হবে। আল্লাহর পথে দান না করলে, তাদের

দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্যজাতি নিয়ে

আসবেন, তারা তোমাদের মত কৃপন হবে না।

আল্লাহ বলেন,

ﻫﺎﻧﺘﻢ ﻫﻮﻻﺀ ﺗﺪﻋﻮﻥ ﻟﺘﻨﻔﻘﻮﺍ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ ﻓﻤﻨﻜﻢ ﻣﻦ

ﻳﺒﺨﻞ ﻭﻣﻦ ﻳﺒﺨﻞ ﻓﺎﻧﻤﺎ ﻳﺒﺨﻞ ﻋﻦ ﻧﻔﺴﻪ ﻭﺍﻟﻠﻪ ﺍﻟﻐﻨﻲ

ﻭﺍﺗﻢ ﺍﻟﻔﻘﺮﺍﺀ ﻭﺍﻥ ﺗﺘﻮﻟﻮﺍ ﻳﺴﺘﺒﺪﻝ ﻗﻮﻣﺎﻏﻴﺮﻛﻢ ﺛﻢ

ﻻﻳﻜﻮﻧﻮﺍ ﺍﻣﺜﺎﻟﻜﻢ، ﺳﻮﺭﺓﻣﺤﻤﺪ ،ﺍﺧﺮﺍﻻﻳﺔ

(৭)আল্লাহর পথে খরচ না করলে জাতি হিসাবে

নিজেদের ধ্বংস করার শামিল। আল্লাহ বলেন,

ﻭﺍﻧﻔﻘﻮﺍ ﻓﻲ ﺳﺒﻴﻞ ﺍﻟﻠﻪ ﻭﻻﺗﻠﻘﻮﺍ ﺑﺎﻳﺪﻳﻜﻢ ﺍﻟﻲ ﺍﻟﺘﻬﻠﻜﺔ

ﻭﺍﺣﺴﻨﻮﺍ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻳﺤﺐ ﺍﻟﻤﺤﺴﻨﻴﻦ،ﺳﻮﺭﺓ ﺍﻟﺒﻘﺮﺓ، ١٩٥

(৮)মুনাফিক চরিত্রের লোকেরা দান করা থেকে

নিজেদেরকে বিরত রাখে। আল্লাহ বলেন,

ﺍﻟﻤﻨﺎﻓﻘﻮﻥ ﻭﺍﻟﻤﻨﺎﻓﻘﺎﺕ ﺑﻌﻀﻬﻢ ﻣﻦ ﺑﻌﺾ ﻳﺎﻣﺮﻭﻥ ﺑﺎﻟﻤﻨﻜﺮ

ﻭﻳﻨﻬﻮﻥ ﻋﻦ ﺍﻟﻤﻌﺮﻭﻑ ﻭﻳﻘﺒﻀﻮﻥ ﺍﻳﺪﻳﻬﻢ ﻧﺴﻮﺍ ﺍﻟﻠﻪ

ﻓﻨﺴﻴﻬﻢ ﺍﻥ ﺍﻟﻤﻨﺎﻓﻘﻴﻦ ﻫﻢ ﺍﻟﻔﺎﺳﻘﻮﻥ، ﺳﻮﺭﺓﺍﻟﺘﻮﺑﺔ، ٦٧

(৯)মুমিন ব্যক্তি দিন -রাত, প্রকাশ্য -অপ্রকাশ্য আল্লাহর পথে দান করে থাকে। আল্লাহ বলেন,

ﺍﻟﺬﺑﻦ ﻳﻨﻔﻘﻮﻥ ﺍﻣﻮﺍﻟﻬﻢ ﺑﺎﻟﻠﻴﻞ ﻭﺍﻟﻨﻬﺎﺭ ﺳﺮﺍ ﻭﻋﻼﻧﻴﺔ ﻓﻠﻬﻢ

ﺍﺟﺮﻫﻢ ﻋﻨﺪ ﺭﺑﻬﻢ ﻭﻻ ﺧﻮﻑ ﻋﻠﻴﻬﻢ ﻭﻻ ﻫﻢ ﻳﺤﺰﻧﻮﻥ0

٢٧٤ﺳﻮﺭﺓ ﺍﻟﺒﻘﺮﺓ

(১০)আল্লাহর পথে দান করলে আল্লাহ সম্পদ

বাড়িয়ে দেন। আল্লাহ তায়ালা বলেন,

ﻳﻤﺤﻖ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺑﺎ ﻭﻳﺮﺑﻲ ﺍﻟﺼﺪﻗﺎﺕ ﻭﺍﻟﻠﻪ ﻻ ﻳﺤﺐ ﻛﻞ ﻛﻔﺎﺭ

ﺍﺛﻴﻢ0 ﺳﻮﺭﺓ ﺍﻟﺒﻘﺮﺓ، ٢٧٦ ﺍﻻﺣﺎﺩﻳﺚ ﺗﺎﺗﻲ ﻓﻲ ﺍﻟﻤﺴﺘﻘﺒﻞ