Daily Archives: জুলাই 25, 2015

বিয়ে আর ডেটিং কী একই?!

বিয়ে আর ডেটিং কি একই???mina zulfiker

আসুন আমরা একটু চিন্তা করি, বিয়ের মাধ্যমে নিজের

লজ্জাস্থান সংরক্ষিত রাখার বিষয়ে। বর্তমান সময়ে

একজন যুবক বিয়ে করার পূর্বে কি করছে? ধরুন

সে এদিক সেদিক কিছু মুভি দেখেছে, মানে তাওবা

করে ধার্মিক হওয়ার আগে আরকি। আর এসব মুভির

মাধ্যমে তার মধ্যে ভালোবাসা আর বিয়ে নিয়ে কিছু

ধারণা গড়ে উঠছে। প্রায়ই ভাইয়েরা আমার কাছে

এসে বলে, “ভাই, আমার বিয়ে করা খুবই জরুরি”।

তাদের ভিতর এমন একটা ধারণা হয়েছে যে, একবার

বিয়ে হয়ে গেলেই যাবতীয় লালসা নিমিষেই উধাও

হয়ে যাবে, জীবন শান্তিতে পূর্ণ হবে, “আমরা

একসাথে কুরআন পড়ব” ইত্যাদি ইত্যাদি…। এটা একটা

আধ্যাত্মিক ব্যাপার হয়ে উঠবে, আর এভাবে তাদের

মনে বিয়ে নিয়ে অতিরঞ্জিত একটি ধারণা গড়ে

উঠে।

আপনারা যারা বিবাহিত তারা খুব সম্ভবত হাসতেও ভুলে

গিয়েছেন, আপনারা ভাবছেন “এইসব কি বলছে?”

কারন আপনারা ভুলেই গিয়েছেন এসব অনুভুতির কথা।

অবশ্যই আপনারা কখনও কখনও কঠিন বাঁধার সম্মুখীন

হন, কারন আমাদের বিয়ে সম্পর্কে যা দেখানো

হয়, যে ধারণা দেয়া হয়, বিশেষ করে আধুনিক

সময়ে, সে মুসলিমই হোক আর অমুসলিম, আধুনিক

সময়ে নারী আর পুরুষের মাঝে ভালোবাসা,

নির্ভরশীলতা বা বোঝাপড়ার যে ধারণা দেয়া হয় তার

সাথে ডেটিং এর ধারনার কোন পার্থক্য নেই। আর

ডেটিং মানে হল, যতদিন সম্ভব আনন্দ করা, তারপর

যখন কোন কঠিন সময় আসে আপনি সব ছেড়ে

দিয়ে দূরে সরে যান। এটাই ডেটিং, ঠিক কিনা? তাই

আমরা যখন বিয়ে নিয়ে চিন্তা করি, ভাইয়েরা এমনকি

বোনেরাও যখন বিয়ে নিয়ে চিন্তা করেন, তারা

বিয়েকে ডেটিং এর মতই ভাবেন।

কিন্তু আপনারা নিশ্চয় জানেন বিয়ে আসলে ডেটিং

এর চেয়েও অনেক বড় কিছু, তাইনা? টাকা পয়সা খরচ,

ঘরের কাজকর্ম, আরেকজন মানুষের সাথে

থাকতে শেখা, মাঝে মাঝে এটা খুবই কঠিন মনে

হয়, আপনি আপনার মত করতে চান, সে তার মত

করতে চায়, কখনও তোয়ালে বাঁকা ভাবে রাখা নিয়ে,

অথবা ব্রাশ ভুল জায়গায় রাখা নিয়ে অথবা হয়ত কফিতে

চিনি একটু বেশি হয়েছে এভাবে আস্তে আস্তে

ক্ষোভ জমা হয়। প্রথম প্রথম ভালোবাসার কারনে

হয়ত আপনি কিছু বলেন না, ভাবেন নিজেই সামলাতে

পারবেন, কিন্তু কয়েক বছর পর এতকিছু জমা হয়ে

যায় যে আপনি বলে বসেন “আবার চিনি বেশি?”

কিন্তু ডেটিং এ এমন কিছু হয়না। কারন আপনার যখন

একজন মেয়েকে আর ভাল লাগেনা আপনি

আরেকজনকে জোগাড় করে নেন। অথবা সেই

মেয়ের যখন মন উঠে যায় সে বলে “আমি

তোমার গন্ধও পেতে চাইনা, আমি গেলাম”। মানে

কিছু হলেই ছাড়াছাড়ি হয়ে যাওয়া। মানে সব ছেড়ে

দূরে সরে যাওয়া।

কিন্তু বিয়ে একটি শক্ত প্রতিজ্ঞা। এবং কুরআনেও

এই ব্যাপারে খুব গুরুত্বের সাথে উল্লেখ করা

হয়েছে। “আল্মুহসানাত”, “আল্মুহসিনিন”। আরবিতে

“ইহসান” মানে হল কাউকে নিরাপদ দুর্গের মধ্যে

রাখা। অনেকটা মিলিটারি ক্যাম্পের মত। উদাহরনটা এমন

যে, বাইরে শত্রু আছে আর তাই যে মিলিটারি

ক্যাম্পের ভিতরে আছে সে নিরাপদ। এর দ্বারা

বুঝানো হয়েছে যে নারীরা যেন নিরাপদ

প্রাচীরের মধ্যে আছে, আর কে তাদের

সুরক্ষা দিচ্ছে? তাদের নিজ নিজ স্বামীরা। সবকিছু

থেকে সুরক্ষা দিচ্ছে, দুঃখ কষ্ট, লজ্জাহীনতা,

এমনকি অজ্ঞানতা থেকেও, কারন তাকে সঠিক শিক্ষা

দেয়াও তার স্বামির দায়িত্ব। সে তাকে সব দিক

থেকে নিরাপদ রাখছে।

আর যারা বিয়ে করতে ইচ্ছুক তাদেরকে আল্লাহ

কুরআনে বলেছেন, “মুহসিনিন গাইরা মুসাফিহিন”। তারা

হল সেসব মানুষ যারা নারীদের এরূপ নিরাপত্তায়

আনতে আগ্রহী, তাদের নিজেদের পরিচর্যায়,

পরিবার গঠনের উদ্দেশ্যে, শুধুমাত্র তাদের

নিজেদের কামনা পূরণ করার জন্য নয়। “মুসাফিহ”

বলতে এমন কাউকে বুঝায় যে নিজের

হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর একারনেই

সে বিয়ে করতে চায়, এটাই একমাত্র কারন। তাই

আল্লাহ বিয়ের সম্পর্কে আমাদের মনোভাব

পরিবর্তন করেছেন, যদি আপনি সঠিক কারনে

বিয়েতে আবদ্ধ হন, তাহলে আপনার স্ত্রীর

সাথে আপনার একটি সুস্থ সম্পর্ক গড়ে উঠবে।

আর যদি আপনি ভুল কারনে বিয়ে করেন, ভুল কারন

কি কি হতে পারে? আমার হরমোনের সমস্যা আছে

তাই আমি বিয়ে করতে চাই, ব্যাস। তাহলে অবশ্যই

আপনার সংসার অশান্তির হবে, আর আপনি কখনই

সন্তুষ্ট হবেন না। আর খুব সম্ভবত আপনাদের

অনেকেই এটা অনুধাবন করেছেন কঠিন উপায়ে।

কারন আপনার নিয়্যতে ভুল ছিল। আপনার নিয়্যত

থাকতে হবে একটি পরিবার শুরু করার, আল্লাহকে খুশি

করা, সমাজে ভাল কিছু বৃদ্ধি করা।

তাই আল্লাহ প্রদত্ত দ্বীনের অন্যান্য সব কিছুর

মত বিয়ের মূলনীতিও হলঃ আপনি নিজের দায়িত্ব

নিয়ে চিন্তিত থাকুন, আর আপনার অধিকার আদায়ের কথা

ভুলে যান। আমি জানি যে এটা খুবই রুক্ষ শুনাচ্ছে,

কিন্তু আপনি যদি এটা করতে পারেন, ছয় মাস চেষ্টা

করে দেখুন, নিজের অধিকার নিয়ে ভুলে যান, শুধু

নিজের দায়িত্বটুকু ভাল ভাবে করুন। এটা ভাবুন, আমি

আমার স্ত্রীর জন্য কি করতে পারি? তার জন্য আমি

আরও কি করতে পারি? আমি কি তাকে কোন উপহার

কিনে দিব? কারন আমি অনেকদিন তাকে কিছু কিনে

দেইনি, তারপর সে যদি কোন ভুল করে থাকে

তাহলে এমন ভান করুন যেন আপনি তা লক্ষ্য

করেননি। “ওয়া ইন তা’ফু ওয়া তাস্ফাহু ওয়া তাগফিরু”।

তাস্ফাহু মানে হল পৃষ্ঠা দিয়ে ঢেকে রাখা। আপনি

যখন একটি পৃষ্ঠা ঢেকে ফেলেন তখন নিচের

পৃষ্ঠায় কি আছে দেখা যায়না, তাইনা? সেইভাবে

আপনার স্ত্রী যদি কোন ভুল করে তাহলে আপনি

এমন ভান করুন যে আপনি তা দেখেননি। এটাকে

সরাসরি বলার দরকার নেই যে “তুমি আবার এমন কেন

করেছ?” এভাবে আপনি তার ভুলগুলো ঢেকে

রাখেন, আর আরও বেশি বেশি নিজের

দায়িত্বগুলোর প্রতি যত্নবান হউন। আরও বেশি বেশি

ধৈর্যশীল এবং সহনশীল হউন। আর সে যখন

আপনাকে আঘাত দিয়ে কথা বলবে তখন আপনি

হাসিমুখে তা গ্রহন করুন এবং জবাব দেয়া থেকে

বিরত থাকুন। নিজের দায়িত্ব পালনের ব্যাপারে সীমা

ছাড়িয়ে যান।

আপনারা জানেন যে, যখন আপনি চাওয়া শুরু করবেন,

স্ত্রীর কাছ থেকে সবাই কিছু নির্দিষ্ট জিনিষ চায়,

সে আমার যত্ন নিবে, আমার চাহিদার ব্যাপারে খেয়াল

রাখবে, আমার কিছু চাহিদা আছে, মানসিক প্রয়োজন

আছে, সে আমাকে সঙ্গ দিবে আরও বেশি ভাল

ব্যবহার করবে, আমি যখন বাসায় ফিরি তখন তার

হাসিমুখে থাকা উচিৎ, সবসময় আমার ভুল ধরা উচিৎ না।

সবসময় আমাকে বাজারের লিস্ট আর লন্ড্রির

ব্যাপারে কথা বলবে না, ভালভাবে কথা বলবে।

আপনার মাথায় সব সময় এসব চিন্তা ঘুরপাক খেতে

থাকে। কিন্তু জানেন কি, একজন মুমিন কার কাছে তার

চাহিদার কথা বলে? একজন মুমিন সর্বদা তার মালিকের

কাছে নিজের জন্য আশা করে। কারন আল্লাহ ছাড়া

আপনি অন্য যার কাছেই কিছু আশা করবেন আপনি হতাশ

হবেন। “দাউফা আত্তালিবু ওয়াল্মাতলুব”। এটা আল্লাহ

প্রদত্ত একটি সর্বব্যাপী পন্থা। ”যে আশা করে,

যে চাহিদার প্রকাশ করে সে দুর্বল, তাকে দুর্বল

করা হয়েছে, এবং সে যা আশা করে তাও দুর্বল,

প্রকৃতিগতভাবেই দুর্বল।” যতক্ষণ আপনি কোন

সৃষ্ট কিছুর প্রতি আশা পোষণ করবেন, আপনি

অবশ্যই হতাশ হবেন। আপনি চান যে আপনার বস

আপনাকে প্রমোশন দিক, এটা ঘটবে না। আপনি

বন্ধুর উপর আশা করেন, ভাবছেন যে সে তার

দেয়া সময় মত আসবে, সে দেরি করবে। অথবা

সে আসতেই পারবেনা। আপনি সৃষ্টির প্রতি আশা

করবেন, কোন জিনিসের উপর আশা করবেন,

আপনাকে হতাশ হতে হবে।

আল্লাহ চান যে আমরা এটা শিখি যে শুধুমাত্র তার

কাছেই আশা করা উচিৎ। আর যখন আপনি মন থেকে

এটা গ্রহন করবেন, তখন কি ঘটবে জানেন? আপনার

স্ত্রী যখন আপনার জন্য খুব অল্প কিছুও করবে

আপনি অনেক বেশি কৃতজ্ঞ হবেন, কারন আপনি

তার কাছ থেকে কিছু আশা করেননি। অনেক সময়

এমন ঘটে যে, আমরা কিছু ইসলামী বইয়ে বা কিছু

হাদিসে পড়ি স্বামীর অধিকার বা স্ত্রীর অধিকার

নিয়ে। আর তারপর যা ঘটে তা হল, স্বামীরা শুধু

স্বামীদের অধিকার আর স্ত্রীরা শুধু স্ত্রীর

অধিকার নিয়ে পড়া শুরু করে। সত্য আসলে

উল্টোটা। স্বামীদের কি নিয়ে পড়া উচিৎ? স্ত্রীর

অধিকার নিয়ে। কিন্তু সবাই নিজেকে নিয়ে মত্ত।

সবাই স্বার্থপর। এমনকি ইসলামের ব্যাপারেও তারা শুধু

তাই জানে যেটা তাদের কাজে লাগবে। উদাহরন হল,

পিতামাতা কুরআনের ব্যাপারে কিছু না জানলেও এতটুকু

ঠিকই জানে যে, “ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা”। তারা শুধু

এতটুকুই জানে, এমনকি এটাও জানেনা যে এটা

কুরআনের কোথায় আছে। তারা কেন শুধু এতটুকুই

মনে রাখে? কারন এতটুকুই তাদের কাজে লাগে।

তারপর যেমন পুরুষেরা হয়ত কুরআন নিয়ে খুব বেশি

জানেনা, কিন্তু যখনি স্ত্রী কিছু বলে, সাথে সাথে

স্বামী বলে উঠে “আর রিজালু কাও্বামুনা আলান্নিসা”

কারন এটাই তাদের কাজে লাগে। তারমানে আপনি

আল্লাহ্র কথা মত চলছেন না, বরং আল্লাহ্র

দ্বীনকে নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার

করছেন, ঠিক কিনা? আমাদের বুঝতে হবে যে

আমাদের দ্বীনে সর্বপ্রথম হল নিজের দায়িত্ব

ঠিকমত পালন করা। তাই আমরা পড়ব আর এটা শিখব যে

কিভাবে আমরা নিজেদের স্ত্রীদের জন্য আরও

ভাল স্বামী হব, আর স্ত্রীরা কিভাবে আরও ভাল

স্ত্রী হবে।

কয়েকদিন আগে আমি একটা খুৎবা দিয়েছিলাম স্বামী

আর স্ত্রীর অধিকার নিয়ে। আমি দুই ধরণের

নোট বানিয়েছিলাম, একটাতে ছিল স্বামীদের প্রতি

উপদেশ আরেকটাতে ছিল স্ত্রীদের প্রতি

উপদেশ। আর আমি খুৎবাতে বার বার বলেছি যে,

স্বামীদের অধিকার নিয়ে পরবেন না, শুধু

স্ত্রীদের অধিকার নিয়ে পড়ুন। আমি আপনার জন্য

নোট বানিয়েছি, আপনার স্ত্রীরটা আপনি পড়বেন

না, শুধু নিজেরটা পড়ুন। কিন্তু খুৎবা শেষে প্রায় ২০

জন আমার কাছে ছুটে আসলো, “ভাই, আপনি

স্ত্রীদের জন্য যে নোট বানিয়েছেন,

আমাদের একটা কপি দিন”। “না আমি আপনাদের কপি

দিবনা, কারন আপনারা বাসায় যেয়েই স্ত্রীদেরকে

দেখাবেন,এই যে পয়েন্ট ৪ দেখ, দেখেছ,

তুমি গত ৬ মাস এটা করনি।” এটা সত্যি সত্যি একটি সমস্যা।

এটা সংসারে অনেক অশান্তি সৃষ্টি করতে পারে। তাই

যদি আপনি বিয়ের মাধ্যমে একটি সুস্থ সম্পর্ক গড়ে

তুলতে চান, আপনাকে নিজ দায়িত্বের প্রতি আরও

যত্নবান হতে হবে।

courtesy : Nouman Ali Khan Read the rest of this entry

একজন ভালো স্ত্রী পুরুষের শ্রেষ্ঠ সম্পদ।

নেককার স্ত্রী

*একজন দ্বীনদার স্ত্রী আল্লাহর পক্ষ

থেকে পাওয়া শ্রেষ্ঠ নেয়ামত

সাইফুল্লাহ সাহেবকে তার স্ত্রী ডাকছেন , এই

উঠো ! ফজরের আযান হচ্ছে ।

চোখ কচলাতে কচলাতে সাইফুল্লাহ সাহেব ঘুম

থেকে উঠে বসে প্রথমে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’

বলতেই চোখ চলে যায় ফ্লোরে । জায়নামায

বিছানো দেখে আলহামদুলিল্লাহ বলে উঠেন ।

স্ত্রীকে বলেন , তুমি তাহাজ্জুদ পড়তে উঠে

আর ঘুমাও নি? স্ত্রী বললেন, আলহামদুলিল্লাহ না ।

সাইফুল্লাহ সাহেব আর কিছু না বলে খাট থেকে

নামতেই স্ত্রী বলে উঠেন , বাথরুমে তোমার

জন্য গরম পানি রাখা আছে । উযু করে নাও এবং সুন্নাত

বাসায় পড়ে ফরজটা মসজিদে । সাইফুল্লাহ সাহেব

মুচকি হেঁসে জাযাকাল্লাহু খাইরান বলে দ্রুত বাথরুমে

চলে গেলেন । মসজিদ থেকে এসে দেখেন

স্ত্রী কুরান পড়ছে ।

সাইফুল্লাহ সাহেব ১০ টার দিকে অফিসে যাওয়ার জন্য

প্রস্তুত হলেন । স্ত্রী অফিসের ব্যাগটা গুছিয়ে

দিলেন । যথারীতি আজকেও বিদায় নেয়ার সময়

দুজন একসাথে সালাম দিতে গিয়ে মুচকি হেসে

দিলেন ।

অফিস পথে সাইফুল্লাহ সাহেব জ্যামে পড়লেন ।

ভাবছেন , একজন দ্বীনদার স্ত্রী আল্লাহর পক্ষ

থেকে পাওয়া শ্রেষ্ঠ নেয়ামত । বিয়ে করার পর

থেকে প্রতিদিন স্ত্রী আমাকে তাহাজ্জুদ পড়তে

ডেকে দেয় । বিয়ের পর থেকে স্ত্রীর

জন্য জামায়াতেও নিয়মিত নামায পড়া হয় । এগুলো

ভাবতে ভাবতে হটাত স্ত্রীর কথা খুব বেশি মনে

পড়লে স্ত্রীকে একটা কল দেয় । এবারো

যথারীতি দু’জন একসাথে সালাম বিনিময় করে । বেশ

কিছুক্ষণ কথা বলার পর সালাম বিনিময় করে কল

কেটে দেয় । কথা বলা শেষে সাইফুল্লাহ সাহেব

আবার ভাবনায় পড়লেন । আলহামদুলিল্লাহ বলে মনে

করলেন নিজের সে দুয়ার কথা যা তিনি নিয়মিত

করতেন । দুয়াটি বিড় বিড় করে আবার পড়লেন-

” হে আল্লাহ ! আমাকে উত্তম চরিত্র দান কর ।

আমার তাকওয়া বৃদ্ধি করে দাও । হারাম থেকে বাঁচিয়ে

হালাল রোজগার দিয়ে আমার রিযিক প্রশস্ত করে দাও

। হে আল্লাহ !আমাকে একজন উত্তম স্ত্রী দান

কর । আমার জন্য তুমি যাকে রেখেছো তাকে

তুমি উত্তম চরিত্র দান কর । তাকে বিপদ-দুশ্চিন্তা

থেকে তুমি মুক্তি দাও । তার জীবনকে তুমি সুন্দর

করে দাও । তাকে দীনের উপর প্রতিষ্ঠিত

রাখো। হে আল্লাহ ! আমাকে হিদায়াহ’র উপর মৃত্যু

দান কর। আমি একমাত্র তোমার উপরেই ভরসা রাখি”

নিজের নিয়মিত করা দুয়া মনে মনে পড়ে সাইফুল্লাহ

সাহেব খুশি মনে আলহামদুলিল্লাহ বলেন উঠলেন

এবং প্রমাণ পেলেন পূর্ণ ভয় করে আল্লাহর উপর

ভরসা রাখলে আল্লাহ বান্দাকে নিরাশ করেন না ।

অফিসের কাজকর্ম সব শেষ । এখন বাসায় ফিরবেন ।

তার আগে প্রতিদিনের মত ফুলের দোকানে

যাবেন স্ত্রীর জন্য ফুল আনতে । যথারীতি ফুল

কিনলেন । আজ কেন জানি সাইফুল্লাহ সাহেব

অনেকগুলো ফুল কিনেলন । বাসার সামনে এসে

দরজা নক করলেন । স্ত্রীর দরজা খুলতেই

যথারীতি দুজন আবার একসাথে সালাম বিনিময় করলেন

। সাইফুল্লাহ সাহেব স্ত্রীকে বললেন , তুমি কি

আমাকে কখনো আগে সালাম দিতে দিবে না ?

স্ত্রীও একই প্রশ্ন করলেন । তারপর সাইফুল্লাহ

সাহেব পেছন থেকে অনেকগুলো ফুল

স্ত্রীর হাতে দিয়ে বলেন , আই লাভ ইউ ফর দ্য

সেইক অফ আল্লাহ । স্ত্রীও বললেন , লাভ ইউ টু

ফর দ্য সেইক অফ আল্লাহ ।

এই হচ্ছে প্রেম । হালাল প্রেম এবং কাছে আসার

গল্প । যেখানে নাই কোন নোংরামি, নাই কোন

অশান্তি , নাই কোন আল্লাহর অবাধ্যতা । যেখানে

আছে শুধু , সুখ আর শান্তি যা আল্লাহর পক্ষ থেকে

আগত । আলহামদুলিল্লাহ ।

– আব্দুল্লাহ

দুই.

*চরিত্রবান নেককার স্ত্রী হলো আপনার

জীবনের কল্যাণকর ও উত্তম সম্পদ

সম্পদ কি তা কি সবাই বুঝি? পুরুষেরা অনেক সময়

সম্পদ অর্জনের জন্য এখানে-ওখানে খুঁজে

অস্থির হয়ে যায়, নিজ ঘরের ব্যাপারে উদাসীন

হয়ে পড়ে। টাকা-কড়িই কি কেবল সম্পদ? সেই

সাথে বাড়ি-ঘর আর জমি-জমা-গাড়ি? শুধু অর্থসম্পদ কি

আপনাদের সন্তানদের সুসন্তান করে গড়ে

তুলতে পারবে? সন্তানেরা কার তত্ত্বাবধানে আর

যত্নে বড় হয়, তা ভেবেছেন?

হে ভাই, জীবনসঙ্গিনীর ব্যাপারে ভেবে

দেখেছেন? একটা পরিবারে একজন নারী হলেন

সংসারের স্থপতি, তার হাতের নিবিড় পরিচর্যায় বড় হয়

আপনাদের সন্তানেরা, যখন আপনি জীবিকার কাজে

বাইরে ব্যস্ত থাকেন তিনি আগলে রাখেন

সংসারটিকে। তিনি আপনার চিন্তাগুলোর প্রভাবক —

ভালো চিন্তা হোক, ভুল চিন্তা হোক, দুনিয়াবী চিন্তা

হোক, আখিরাতের চিন্তা হোক।

অল্প সম্পদকেও অনেক বেশি সম্পদ মনে হতে

পারে যখন একজন ভাইয়ের জীবনসঙ্গিনী তার যা

আছে সেগুলোতেই সন্তুষ্ট থেকে তাকে

আল্লাহর উপরে ভরসা করে অর্থ উপার্জনের

জন্য সাধ্যমতন চেষ্টাটুকু করতে উৎসাহ দিবেন।

তখনই আপনার সবকিছু সুন্দর হবে, ছোট্ট

ঘরটিকেও বড় মনে হবে, কষ্টের জীবনটিকেও

আল্লাহর দেয়া পরীক্ষা হিসেবে সহনীয় আর

কল্যাণকর হিসেবে খুঁজে পাবেন যখন দ্বীনদার

স্ত্রী আপনার সঙ্গী হবেন এবং আপনিও যখন

দ্বীনদার স্বামী হিসেবে তার যোগ্য

জীবনসঙ্গী হবেন।

প্রকৃত সম্পদ কী তা বুঝে নিতে তাই ভুল করবেন

না যেন কখনো!! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

সাল্লাম বলেছেনঃ

♥”সমগ্র পৃথিবীটাই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে

কল্যাণকর ও উত্তম সম্পদ হল চরিত্রবান নেককার

স্ত্রী।”♥

[মুসলিম]

তিন .

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ

“চারটি বিষয়কে সামনে রেখে

মেয়েদেরকে বিয়ে করা হয়ঃ তার ধন সম্পদ,

তার বংশমর্যাদা, তার রূপ-সৌন্দর্য ও তার

ধর্মপরায়নতা। এক্ষেত্রে ধর্মপরায়ন স্ত্রী

লাভে বিজয়ী হও, তোমার হাত কল্যাণে

ভরে যাবে।” [বুখারী ও মুসলিম]

* রিয়াদুস সালেহীন – ৩৬৫

সংকলনে – বিবাহ একটি উত্তম বন্ধুত্ব ডেস্ক।